পাবনার সুজানগর পৌর বাজারে যত্রতত্র পরে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে বাজারের ব্যবসায়ী ও ত্রেতা-বিক্রেতারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। পৌর বাজারের ব্যবসায়ীরা পৌর কর্তৃপক্ষ ও হাট-বাজার ইজারাদারদের কাছে সীমাহীন এ জনদুর্ভোগের প্রতিকার চেয়েও কোন ফল পাচ্ছেন না।
জানা যায়, সুজানগর পৌর বাজার উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজার। বাজারের শত শত স্থায়ী ব্যবসায়ীদের পাশা-পাশি প্রতিদিন হাজার হাজার ক্রেতা-বিক্রেতা কেনাকাটার জন্য ওই বাজারে আসেন। অথচ উক্ত বাজারের বিভিন্ন স্থানে যত্রতত্রভাবে পরে থাকা ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয়না। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, নিয়ম অনুযায়ী পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা হাট-বাজারের ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করবেন। কিন্তু উক্ত বাজারের কাপড় পট্টিসহ বেশ কয়েকটি পয়েন্টে দিনের পর দিন যত্রতত্রভাবে ময়লা-আবর্জনার স্তুপ পরে থাকলেও পরিষ্কার করা হয়না। ফলে বাজারের অনেক ব্যবসায়ী নিরুপায় হয়ে দিনের পর দিন ময়লা-আবর্জনা স্তুপের পাশে বসেই ব্যবসা করছেন। এদিকে চলতি বৃষ্টির মৌসুমে বৃষ্টিতে ওই সকল ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এতে একদিকে বাজারের পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে বাজারের স্থায়ী ব্যবসায়ীদের পাশাপাশি বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে পৌর সচিব গোলাম নবী বলেন বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব বাজার ইজারাদারদের। তারপরও পৌরসভায় অভিযোগ আসলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেন। শিগগিরই ইজারাদারদের ময়লা-আবর্জনা পরিষ্কার করার নিদের্শ দেওয়া হবে।