নাটোরের গুরুদাসপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন মারা গেছেন। শুক্রবার সকাল ৬ টার দিকে বনপাড়া-হপটিকুমরুল মহাসড়কের কাছিকাটা রানীগ্রাম এলাকায় এ দুর্ঘটনাট ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কালুপাড়া গ্রামের মৃত মোজাহার আকন্দের ছেলে আবদুল কাদের (৫০), মাটিয়ামালিপাড়া গ্রামের আবুল হোসেন প্রামানিকের ছেলে রুহুল আমিন(৩৫) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মীরপুর এলাকার আবদুস সামাদের ছেলে রাকিবুল হাসান (২৪)। তারা সবাই দিনমজুর।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা থেকে নাটোর আসার পথে বনপাড়া-হপটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় একটি ট্রাক পেছন থেকে পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের আরোহী আবদুল কাদের, রুহুল আমিন ও রাকিবুল হাসান মারা যায়। ঘটনার সময় পিকআপ ভ্যানটি দাঁড়ানো ছিল। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়র হোসেন তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।