ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন যশোরের উদ্যোগে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে বার প্রাঙ্গনে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ট্যাক্সেস্ বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ঘোষ সুজিত কুমার।
সাবেক সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম কুদ্দুস, সম্পাদক কাজী সাদাত হাসান শাহরিয়ার, সহ-সভাপতি আলতাফ হোসেন, বি এম আলমগীর সিদ্দিকী সবুজ প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে অর্থবিল ২০১৯ এ আয়কর অধ্যাদেশের ১৭৪ ধারার ২ (এফ) প্রোভাইসো বাতিলের প্রস্তাব করা হয়েছে। যার মাধ্যমে আয়কর আইনজীবীদের ট্যাক্সেস বারের সদস্যপদ গ্রহণের বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ট্যাক্সেস বার অ্যাসোসিয়েন যশোরের পক্ষ থেকে এ প্রস্তাব উত্থাপনের তীব্র নিন্দা ও অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।