যশোরের চৌগাছায় বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও। এ সময় পালিয়ে রক্ষা পায় বরপক্ষ। বুধবার বিকেলে চৌগাছার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের হস্তক্ষেপে লিলি খাতুন (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। লিলি খাতুন চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের কাওছার আলীর মেয়ে এবং একই ইউনিয়নের চাঁদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বুধবার বিকালে সংবাদ পাই নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে একটি বাল্য বিয়ের প্রস্তুতি চলছে। সংবাদ পেয়ে বিকাল পাঁচটার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত এবং চৌগাছা থানা পুলিশের উপপরিদর্শক কওছার আলমের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে বিয়ে বাড়ি যাই। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ পালিয়ে যায়। আর মুচলেকা নিয়ে বাল্য বিয়ে বন্ধ করা হয়।