যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর-বল্লভপুল মাধ্যমিক বিদ্যালের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ জানান, মাকাপুর-বল্লবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার পারিবারিক জমি বিদ্যালয়ের বলে দখলের চেষ্টা করছেন। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে ইতোমধ্যে স্কুলের বাউন্ডারির দেয়াল ভেঙে দিয়েছেন। ১২৩৮ নং দাগে তার ১২ শতক জমি দখল করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছেন। বিদ্যালয়টি এলাকায় শিক্ষার প্রসার ও অগ্রগতিতে অবদান রেখে চলেছে। কিন্তু প্রধান শিক্ষকের কুটকৌশলের কারণে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
তিনি আরো জানান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম পুলিশে চাকরি করতেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি চাকরিচ্যুত হন। ১৯৯৭ সালে মাকাপুর গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। এলাকার সহজ-সরল মানুষকে বুঝিয়ে বিদ্যালয়ের নামে জমি নেন। কিন্তু তাদের কাউকে দাতা সদস্য করেননি। এলকার আবদুর রশিদের ভাইকে নাইট গার্ড পদে ও তার মেয়েকে লাইব্রেরিয়ান পদে চাকরি দেয়ার কথা বলে ২৭ শতক জমি দলিল করে নেন। কিন্তু এই দুই পদে তার ভাইপো মামুনকে নাইট গার্ড ও স্ত্রীকে লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগ দিয়েছেন। তার কার্যকালে কোন শিক্ষক সন্তুষ্ট নন। প্রতিষ্ঠানের সভাপতি তার কথা না শুনলে তিনি কৌশলে সভাপতিকে অপসারণ করিয়ে দেন। তিনি বিএনপির আমলে বিএনপি করতেন আর এখন ক্ষমতা রক্ষা করতে নব্য আওয়ামী লীগ সেজেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর চাচা আতিয়ার রহমান, তবিবার রহমান, মাহাবুর রহমান, প্রতিবেশী হায়দার আলী, ভাতিজা জাহিদুল ইসলাম ও ইসরাকুল।