আগামী ২২ জুন দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। এদিন যশোরে ৩ লাখ ২৪ হাজার ১১৮ জন শিশুকে ভিটার ‘এ’ প্লাস খাওয়ানোর হবে। জেলার ২ হাজার ২৭৯ টি ক্যাম্প ও যশোর পৌসভার ১২টি ভ্রাম্যমাণ ক্যাম্পে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে যশোর পৌরসভায় ২৯ হাজার ৫০০, ঝিকরগাছা উপজেলায় ৩৫ হাজার ৫১৮, শার্শায় ৪১ হাজার ৪৭৩, সদরে ৬২ হাজার ৫২০, কেশবপুরে ২৭ হাজার ২৫৫, মণিরামপুরে ৪৮ হাজার ৯০০, চৌগাছায় ২৩ হাজার ৯৪৩, বাঘারপাড়ায় ২২ হাজার ৬৯০ এবং অভয়নগরে ৩২ হাজার ৩১৯ জন শিশুকে খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে যশোর স্বাস্থ্যবিভাগ।
বৃহস্পতিবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশনে এ তথ্য জানান সিভিল সার্জন দিলীপ কুমার। ওরিয়েন্টেশনে প্রায় ৫৫ জন সাংবাদিক অংশ নেয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, মেডিকেল কর্মকর্তা ডা. ইমদাদুল হক, ডা. মীর আবু মাউদ, ও জেলা সেনেট্যারি ইন্সপেক্টর শিশির কুমার পাল, প্রমুখ।