পরকীয়ার কারণে যশোরের চৌগাছার চার সন্তানের জনক সাইফুল ইসলাম (৪২) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। সাইফুল ইসলামের বাড়ি চৌগাছার মাড়ুয়া গ্রামে।
সাইফুলের মামা আলতাফ হোসেন জানান, তার তিন মেয়ে ও এক ছেলে থাকার পর প্রতিবেশী চার সন্তানের মা এক নারীর সাথে পরাকীয়ায় জড়িয়ে পড়ে। ৮ বছর আগে ওই নারীর স্বামী মারা গেলেও গত ৪দিন আগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক মৃত সন্তান প্রসব করে। সেখান থেকে বুধবার সকালে ওই নারী সাইফুলের বাড়িতে অবস্থান নেয়।
এ নিয়ে সাইফুলের স্ত্রী, ছেলে ও মেয়েদের সাথে বাকবিতান্ডা হওয়ায় দুপুরে বাড়ি থেকে মাঠে গিয়ে বিষপান করে। সন্ধ্যায় মাঠের মধ্যে সাইফুলকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
চৌগাছা থানার এসআই নজরুল ইসলাম বুধবার রাতে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আজ বৃহস্পতিবার দুপুরে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।