দুদকের মহাপরিচালক সারোয়ার মাহমুদ বলছেন,আপনার প্রতিষ্ঠান, দুদক বিদেশ থেকে আসেনি, জনসাধারনকে সেবা দেওয়া সরকারী কর্মকর্তাদের কাজ। কারণ জনগণের করের টাকায় আমাদের বেতন হয়। স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবেন। আমরা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের এ আয়োজন না। দুদক আপনাদেরকে শোধরানোর সময় দিবে। প্রথম পর্যায়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে। এরপর কোনো দুর্নীতির অভিযোগ পেলে তাদেরকে আর ক্ষমা করা হবেনা। দুর্নীতিবাজরা যেই হোক তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে, মহাপরিচালক (প্রতিরোধ) দুর্নীতি দমন কমিশন সারোয়ার মাহমুদ উপর্যুক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), পরিচালক দুদক রাজশাহীর মোরশেদ আলম, শিবগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাম নারায়ন কানু প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হব, সাধারন সম্পাদক মো¯তাফিজুর রহমান মো¯তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিদুল ইসলাম, আবদুল হাই। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাণি সম্পদ কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সাব-রেজিষ্টার কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা’র বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।