তথ্য অধিকার আইনে তথ্যের জন্য আবেদন করে আবেদনকারীকে তথ্য সরবরাহ না করায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার(আরটিআই) প্রতি তথ্য কমিশন সমন জারী করেছেন। তথ্য না পেয়ে আবেদনকারী আইন অনুযায়ী কমিশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কমিশন বিষয়টি নিষ্পত্তি করনের উদ্দেশ্য গ্রহন করেছেন। অভিযোগকারীকে তথ্য কমিশনের সহকারী পরিচালক(প্রশিক্ষন) মোঃ সালাহ উদ্দিন স্বাক্ষরিত প্রেরিত সমনে জানানো হয়েছে আগামি ২৫ জুন বেলা ১১ টায় এ বিষয়ে কমিশনে শুনানী অনুষ্ঠিত হবে।