নাটোরের বড়াইগ্রামে অনূর্ধ্ব-১৬ অটিষ্টিক ও প্রতিবন্ধী বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় নাটোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে রাজাপুর উচ্চ বিদ্যালয়, বলাকা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও চান্দাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগিতায় রাজাপুর উচ্চবিদ্যালয় চত্ত্বরে এ ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক এবিএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার পারভেজ। বিশেষ অতিথি হিসেবে ৬নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম খান, জেলা ক্রীড়া কর্মকর্তা আফম ওবায়দুল হক, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৫২ জন অটিষ্টিক ও প্রতিবন্ধী বালক ও বালিকা অংশগ্রহণ করে।