সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত পরিচয়ের মোটরসাইকেল আরোহি (২৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার দিকে যশোর সাতক্ষীরা সহাসড়কের কাজিরহাট ডিগ্রী কলেজের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান-বাগুড়ি বেলতলার দিক থেকে দ্রুত গতিতে এক অজ্ঞাত পরিচয়ে যুবক মোটরসাইকেল যোগে কাজিরহাট কলেজের সামনে পৌছালে সে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছে মেরে দেয়। এতে সে ঘটনা স্থালে মারা যায়। এ সময় অপর এক বাইসাইকেল চালক এ ঘটনা দেখতে গিয়ে তিনিও রাস্তার পড়ে আহত হন। পরে খবর পেয়ে কলারোয়া থানায় পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।