টার্কি মুরগি খামার করে অধিক মুনাফার প্রলোভনের ফাঁদে ফেলে কয়েক শত কোটি টাকা হাতিয়ে নেয়া স্বপ্নতরীর ব্যবস্থাপনা পরিচালক মানিক চন্দ্র বর্মনকে গ্রেফতার এবং টাকা ফেরতের দাবীতে মানববন্ধন করেছে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ কয়েকশ মানুষ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে জেলার বীরগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্থ কয়েকশ নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয় এবং মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্থরা জেলা প্রশাসক বরাবরে একটি ষ্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অংশ নেয়া প্রতারিত লোকজন অভিযোগ করে বলেন, প্রশাসনের উদাসীনতায় মানিকচন্দ্র বর্মন দিনাজপুরসহ বিভিন্ন জেলার প্রায় ৩১ উপজেলার দুই হাজার মানুষের শত কোটি টাকা হাতিয়ে নিয়ে তাদের পথে বসিয়েছে।
তারা আরো বলেন, এবাপারে স্বপ্নতরীর কর্ণধার মানিক বর্মনসহ প্রতিষ্ঠানটির কয়েকজনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলা নং ১৬ তাং ১৯/০৬/১৯।
প্রতারনার স্বীকার ক্ষতিগ্রস্থ দিনাজপুর সদরের হাফিজুল কাদের লাবু, ঠাকুরগাও জেলার রফিকুল ইসলাম ও বকুল রানী, ওবাইদুল হক, সাহিনুর, লিপি বিশ্বাসসহ অন্যরা জানান- মানিক চন্দ্র বর্মন শুধু স্বপ্নতরী এগ্রোসার্ভিসেসই নয় অনুমতি না নিয়েই করছেন মাইক্রোকেডিট ব্যবসা, খুলেছেন একটি স্কুলও। তারা অবিলম্বে মানিক চন্দ্রকে গ্রেফতার এবং টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছে।