মুলাদীতে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় অপহরণ মামলা দিয়ে ফাঁসানের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাজিরচর ইউনিয়নের স¤্রাট সরদারের স্ত্রী সিমা আক্তার পৌরসভার চরডিক্রী গ্রামের লাল শরীফের ছেলে সিরাজ হাওলাদারসহ ৮/৯জনের বিরুদ্ধে অপহরণ মামলা দিয়ে হয়রানি করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। চরডিক্রী বাধের উত্তরপাড়ের এক ব্যবসায়ী জানান মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার আসলি সন্তোষপুর গ্রামের আনোয়ার গাজীর ছেলে মোহাম্মাদ আলী গাজীর সাথে স¤্রাট সরদারের স্ত্রী সীমা আক্তার সখ্যতা গড়ে ওঠে। গত ১৯ জুন বুধবার সকাল ১০টার দিকে সীমা আক্তার তার ছেলে নিয়ে মোহাম্মাদ আলীর দোকানে আসে এবং তাকে নিয়ে চরডিক্রী গ্রামের রাজ্জাক সরদারের ছেলে মোটরসাইকেল চালক সুমন সরদারের বাড়িতে যায়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে সুমন সরদারের বাড়িতে উপস্থিত হয়ে মোহাম্মাদ আলী ও সীমা বেগমের পরকীয়া প্রেমে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সীমা বেগম মোবাইল ফোনে মুলাদী থানায় সংবাদ দিয়ে পুলিশ নিয়ে অপহরণের নাটক সাজায় এবং তার সাথে থাকা মোবাইল ফোন ও গহণা পুলিশের হাতে দিয়ে মোহাম্মাদ আলী ও সুমনকে কথিত সাক্ষী বানিয়ে স্থানীয় যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ বাবু সিকদার নামের একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে সীমা আক্তার পরকীয়া প্রেমের বিষয়টি অস্বীকার করে জানান মোহাম্মাদ আলী গাজী সম্পর্কে তার বেয়াই হয়। ৭মাস আগে লভ্যাংশ দেওয়ার কথা বলে মোহাম্মাদ আলী তার কাছ থেকে ৩০ হাজার টাকা নেয়। বুধবার সকালে মোহাম্মাদ আলীর কাছে লভ্যাংশের টাকা আনতে গেলে স্থানীয় বখাটেরা আমাকে অপহরণ করে। মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান সামী বেগমের মামলার ভিত্তিতে তদন্ত চলছে। তবে আসামিরা নিজেদের রক্ষা করতে বাদীর বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ এনে থাকতে পারে।