দিনাজপুরের নবাবগঞ্জের শাখা করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় পুলিশের উদ্ধারকৃত অজ্ঞাতনামা (৫০) লাশের পরিচয় ৯ দিনেও মিলেনি।
গত ১২ জুন নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ ফকির পাড়া নামক স্থানে করতোয়া নদী থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার জানান, এখন পর্যন্ত অজ্ঞাত ওই ব্যাক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। লাশের পরনে নীল রংয়ের চেক লুঙ্গি ছিল। লাশের বাম হাতে বাঁধা ছিল কালো সুতা দ্বারা সাদা রংয়ের কড়ি। মাথায় দেড় ইঞ্চি লম্বা আধাপাকা চুল ও মূখে হালকা দাড়ি রয়েছে।