"রাষ্ট্রীয় আইন মেনে চলি, অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি" এই শ্লোগানে, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়, ন্যাশনাল একাডেমি ফর অটিজম এ- নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি কর্তৃক আয়োজিত অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার সাহানশা এবং সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঃ সাত্তার সরকার, উপজেলা মেডিকেল কর্মকর্তা নুরনেওয়াজ আহমেদ, অটিজম শিশু ও তাদের অভিভাবকবৃন্দ, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাংবাদিকগণ এবং অত্র উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা,স্কুল ও কলেজের প্রধান গণ। অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুর রাফে খন্দকার সাহানশা বলেন, অটিজম ব্যাক্তিদের ঘৃণা বা অবহেলা না করে তাদেরকে সহযোগীতা করতে হবে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম অটিজম শিশু ও ব্যাক্তিদের শিক্ষা ও আইনগত অধিকারের বিষয়গুলো তুলে ধরেন। দিনব্যাপী এ ওরিয়েন্টশন ওয়ার্কশপ এ তুলে ধরা হয় অটিজম শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা, তাদের কারিগরি ও বৃত্তিমূলক ব্যবস্থা, নিরাপদ আবাসিক সুবিধা, যথাযত স্বাস্থ্য সেবা নিশ্চিত ও তাদের জন্য গবেষণার সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কর্মশলায় উপস্থিত সুধী সকলকে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এ আক্রান্ত ব্যাক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সচেতনতা বৃদ্ধি, সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া, করুনা না করে তাদের মানসিক সমর্থন প্রদান এবং তাদের অধিকারকে সম্মান প্রদর্শনের বিষয়ে আলোকপাত করা হয়। ওই ওরিয়েন্টশন ওয়ার্কশপ বাস্তবায়নে সহযোগীতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ঘোড়াঘাট। আলোচনা সভার শুরুতেই একটি বর্নাড্য র্যালী উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।