বগুড়ার গাবতলীর পল্লীতে সিরাজুল ইসলাম (৩৩) নামের এক ভ্যানচালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মর্মান্তিক হত্যাকান্ড টি সংঘটিত হয়েছে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের তেলকুপি এলাকায়। পুলিশ বৃহস্পতিবার এলাকার একটি কলাবাগান থেকে তার জবাইকরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত সিরাজুল গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের বাবুনিয়া পোদ্দারপাড়া এলাকার আনসার আলীর পুত্র।
স্থানীয় পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সে তিন সন্তানের জনক। সে গত বুধবার বিকেলে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি। রাতে সম্ভাব্য সকল স্থানে তার খোঁজ খবর করে তার আত্বিয়, পরিজনরা।
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারায় ইউনিয়নের তেলকুপি মোড় এলাকায় নির্জন স্থানের একটি কলাবাগানের মধ্য তার জবাইকরা রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গাবতলী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক ) মুহাঃ সেলিম সংবাদ সংস্থা এফএনএস’কে ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের বাড়ী কাগইল ইউনিয়নের বাবুনিয়া পোদ্দারপাড়া এলাকায়। এদিকে নিহতের মৃতদেহটি সোনারায় ইউনিয়নের তেলকুপি এলাকার একটি নির্জন স্থানের কলাবাগানের মধ্য পাওয়া গেছে। প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে সিরাজুলের ভ্যানটি ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে সিরাজুলের ভ্যানটিও পাওয়া যাচ্ছে না। শেষ খবর পর্যন্ত থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।