"আসুন বায়ু দূষণ রোধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনডিসি মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার কামরুল ইসলাম গোলদার, জেলা বন সংরক্ষণ কর্মকর্তা নির্মল কুমার দত্ত প্রমূখ।
এ সময় শিক্ষার্থী ও অতিথিরা পরিবেশ সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সভায় পরিবেশের উপর বক্তব্য রাখায় তাৎক্ষনিক দুইজন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব গাছ বিতরণ করেন অতিথিরা।