আগামী ২২ জুন অনুষ্ঠত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার চাটমোহর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ সবিজুর রহমান।
সেনেটারী ইন্সপেক্টর এস এম আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জানানো হয়,চাটমোহরে ৪৫ হাজার ৮৮১ জন শিশুকে এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামি ২২ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২৬৫টি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম চলবে। সভায় জানানো,এবার লাল ক্যাপসুলের সরবরাহ কম থাকায় ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুদের দুটি করে নীল ক্যাপসুল খাওয়ানো হবে।
গভায় ভিটামিন এ প্লাস ক্যাপসুলের বিভিন্ন বিষয় তুলে ধরেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ স ম বায়েজিদ উল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ হামিদ মাস্টার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার,থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ উদ্দিন,চাটমোহর প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,রকিবুর রহমান টুকুন প্রমূখ।
এবারে উপজেলাতে ৬ মাস থেকে ১১ মাস বয়সি শিশুর লক্ষমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৬০১ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার ২৮০ জন।