‘আসুন বায়ু দূষণ রোধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো পাবনার চাটমোহরেও বৃহস্পতিবার উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি পালনে চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বের হয় র্যালী। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আঃ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার,কৃষি কর্মকর্তা হাসান রশীদ হোসাইনী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ মালেক,কৃষকলীগের সভাপতি আঃ মান্নান মুন্নাফ,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,আওয়ামীলীগ নেতা মোঃ শামসুজ্জোহা,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন প্রমূখ।