ক্ষমতার অপব্যাবহার সহ মিলের নানা কাজে অনিয়ম দূর্নিতীর সাথে সম্পৃক্ততায় মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ আলী শিকদারকে শাস্তিমুলক ষ্টান্ড রিলিজ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় চিনি শিল্প কর্পোরেশনের হেড অফিস থেকে মোচিকের ইমেইলে বদলির আদেশ কপি পাঠায়। ওই আদেশে ব্যবস্থাপনা পরিচালক কে ২৪ ঘন্টার মধ্যে হেড অফিসে যোগদানের নির্দ্দেশ সহ তাকে ওএসডি করে রাখা হতে পারে বলেও জানা গেছে। সেই সাথেই হেড অফিসের আরো একটি আদেশে দর্শনা কেরু এ- কোম্পানি চিনিকলের জিএম ফ্যাক্টরী আনোয়ার কবিরকে পদোন্নতি দিয়ে নতুন এমডি হিসাবে মোবারকগঞ্জ চিনিকলে যোগদানের নির্দ্দেশ দেয়। এ প্রেক্ষিতেই বুধবার রাতে মেচিকের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ অলী শিকদার সদ্য নতুন এমডি আনোয়ার কবিরের হাতে চার্জ বুঝে দেন এবং মোচিক ছেড়ে চোলে যান। ইউসুফ আলি মোচিকে যোগদানের পর থেকে চিনি কলটির মুখ থুবড়ে পড়ে। গত মাড়াই মোসুমে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়।
মিলের সাধরন শ্রমিক কমৃচারীদের সুত্রে জানা যায়, মোচিকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ইউসুপ আলী শিকদার যোগদানের পর থেকেই ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তিনি সেই সাথে মিলের যন্ত্রাংশ ক্রয়, মেরামত, শ্রমিক পদোন্নতি, পেনশন সহ নানা কাজে বেপরোয়া অর্থ বানিজ্য করারও অভিযোগ রয়েছে। বিশেষ করে চিনি কলের মালঅমাল ক্রয়ের সময় ট্রেন্ডার করা হয় এক জিনিস কিন্তু অসত ঠিকাদার এমডির সাথে আঁতাত করে অতি নি¤œ মানের মালামাল কিনে মোটা অংকের টাকা আতœসাত করেন।সাধারন শ্রমিক কর্মচারিদের মাসের বেতন ভাতা দেবার সময় ৫ শতাংশ টাকা কর্তন করে বেতন প্রদান করেন। এসব টাকা মিলের হিসাব শাখায় হমা না দিয়ে তিনি পকেস্থ করেন। এভাবে কয়েক কোটি টাকা বানিজ্য করেছেন। চিনি কলের মাড়াই মোসুমে কৃষকরা আখ বিক্রির টাকা সময় মত না পাবার কারণে ব্যবস্থাপনা পরিচালককে ঘেরাও করে। আবার শ্রমিক কর্মচারিদের বেতন সময় মত না দিয়ে ২/৩ মাস করে বকেয়া করে রাখতেন।অনেক মালামাল টেন্ডার না দিয়ে ক্রয় করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।
সাধারন শ্রমিকদের সুত্রে আরো জানা গেছে, সম্প্রতি মিলের হেড অফিস থেকে ৫ জন শ্রমিক নিয়োগ দিয়ে মোচিক মিলে যোগদান করতে পাঠালে ওই এমডি যোগদানে বাধা সহ অসহযোগিতা করেছিল। একের পর এক এসব নানা অনিয়মের কারনেই শাস্তিমুলক এমডি ইউসুপ আলী শিকদারকে ষ্টান রিলিজ করে হেড অফিসে যোগদানের নির্দ্দেশ দিয়েছে। এদিকে মিলের নির্ভরযোগ্য একটি সুত্রে জানা গেছে, খুব শিঘ্রই এমডি ইউসুপ আলী সহ তার সাথে জড়িতদের সকল অনিয়মের তদন্ত করে ব্যাবস্থা নিবে কর্তৃপক্ষ।
মোচিকের এমডি ইউসুপ আলী শিকদারের স্টান্ড রিলিজের বিষয়টি সত্যতা স্বীকার করে সদ্য যোগদানকৃত নতুন এমডি আনোয়ার কবির বলেন, হেড অফিস থেকে বুধবার সকাল ১০ টায় ই-মেইলে ওই ষ্টান রিলিজ আদেশটি মোচিক মিলে পাঠানো হয়েছে। এবং তিনি ওইদিন সন্ধ্যার পর রাতেই সাবেক এমডি ইউসুপ আলী শিকদারের নিকট থেকে নতুন এমডি হিসাবে তার চার্জ বুঝে নিয়েছেন। তবে অনিয়মের কারণে এমডিকে বদলি করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে বিষয়টি তিনি এড়িয়ে যান।