বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ৯৯নং বাগধা মৌজার সরকারী ‘ক’ তফসিল বর্নিত ভিপি সম্পত্তি আমিউদ্দিন মিয়া এর নিজ নামে রেকর্ড করে আত্মসাতের অভিযোগ উঠেছে। বাগধা গ্রামের আবদুল অহেদ খান এর ছেলে আবুল কালাম খান এর অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বাগধা ৯৯নং মৌজার এসএ খতিয়ান ১১৬৩, ১৫৭৭, ১১৯২, ১১৭৮, ১৪৫৭ নং খতিয়ানের, ৬৩০, ৬৩২, ৬৩৫, ১৬৬২, ৬১৯ নং দাগের ২ একর ৫০ শতাংশ জমি নিজ মালিকানা রেকর্ড করে নিয়েছে। জানাগেছে বাগধা গ্রামের আনছার উদ্দিন এর ছেলে আজিমউদ্দিন গং মোকাম বরিশাল ১ম সাব জজ আদালত দেং নং ৯১০/৬২ একটি ডিগ্রী করেন। ঐ ডিগ্রী একই আদালতে সালাউদ্দিন গং বাদী হয়ে ডিগ্রী বাতিলের মামলা করেন যার দেং মোং নং ১৬৯/৭৯, ওই মামলাটি দীর্ঘদিন আদালতে শুনানির পরে ১৯/৩/১৯৮২ তারিখে আদালতের আদেশে ৯১০/৬২নং ডিগ্রীটি বাতিল বলিয়া আদালত রায় প্রদান করে।
আজিমউদ্দিন গং আদালতের বাতিলকৃত ডিগ্রী দিয়ে তৎকালীন তহসিলদার মোফাজ্জেল ভিপির তথ্য গোপন করে সরজমিন প্রতিবেদন সহকারে আগৈলঝাড়া সহকারী কমিশনার ভুমি অফিসে নামজারী (রেকর্ড) করার জন্য নামজারী কেস নং ০১/(১৪-১৫) দায়ের করেন। ওই মামলায় তৎকালীন আগৈলঝাড়া সহকারী কমিশনার ভুমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ বিচারককে ভুল বুঝিয়ে ১৫/১১/২০১৪ তারিখে একটি নামজারী রায়ের আদেশ ঘোষণা করেন। যাহার নতুন জমাখারিজ খতিয়ান খোলা হয় ২১৭৩। যাহাতে ওই মামলায় সার্ভেয়ার এর মতামতের কোন রিপোর্ট নেই বলে জানাগেছে।
অফিসের একটি সুত্রে জানাগেছে ওই তফসিল ভুক্ত সম্পত্তি যাহা ১৯৮৪ সালে ২৩নং ও ১৯৮১ সালের ২৭নং ভিপি মামলায় রায়ে ওই সম্পত্তি ‘ক’ তফসিল ভিপি করা হয়। ঐ সম্পত্তি ভিপি বলে বাগধা মাধ্যমিক বিদ্যালয় সরকারের কাছ থেকে লিজ নিয়ে ভোগ দখলে বিদ্যমান রয়েছে।
এব্যাপারে বর্তমান তহসিলদার রবীন দাস গুপ্তর সাথে আলাপ করে জানতে চাইলে তিনি বলেন, আমি সদ্য অফিসে তহসিলদার হিসাবে যোগদান করিয়াছি। বিষয়টি আমার জানা নেই। তবে বাগধা মৌজার ২১৭৩নং খতিয়ানের উপরে হাল দাখিলা কাটার জন্য আসেন। আমি ভলিয়ামে ভিপি লেখা দেখে দাখিলা প্রদান করি নাই।