রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে একটি র্যালী গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপেিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাবলু। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, রিজিয়া আজিজ সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টারের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আড়ানী নুরনগর গ্রামের আবাসন প্রকল্প পরিদর্শন। তাদের পরিবেশসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম।