পাবনার বেড়া উপজেলার শেখ পাড়া গ্রামের রফিকুল ইসলাম (হকাই) এর নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিনেমা হলের মোড় সংলগ্ন রাস্তায় স্থানীয় জনসাধারণ মানববন্ধন করে।
মানববন্ধনের পর সেখান থেকে একটি ঝটিকা মিছিল নিয়ে বেড়া মডেল থানার সামনে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। জানা যায়,গত সোমবার (১০ জুন) জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে হকাই শেখ ও তার ভাই ফরিদ শেখ মারাত্বক আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে পরদিন সকালে তার মৃত্যু ঘটে। সংঘর্ষের ঘটনায় তার মা বাদী হয়ে বেড়া মডেল থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত আসলাম শেখ নামে একজনকে আটক করেছে।