জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ৪৪টি আয়রণ ব্রিজ চরম ঝুঁকিপূর্ণ হয়ে জনসাধারনের চলাচলে এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। অধিকাংশ ব্রিজের আয়রণ স্ট্রাকচার, ক্রস এঙ্গেল ও পাটাতন ভেঙে পরেছে।
সূত্রমতে, উপজেলার নিয়ামতি ইউনিয়নের মধ্যম মহেশপুরের রুস্তুম আলী মাস্টার জানান, তার বাড়ির সামনের ব্রিজটি দিয়ে রামনগর, কাফিলা, আগুলকাটা, বাহাদুরপুরের প্রায় পাঁচ হাজার গ্রামবাসী যাতায়াত করেন। পাশাপাশি এ অঞ্চলের দুটি মাদ্রাসা, দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পার হতে না পেরে অনেক দূরের পথ হায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। তিনি আরও জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার ভয়ে জনসাধারণ দীর্ঘদিন থেকে ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসী ভাঙা পাটাতনে কলাগাছ ও সুপারি গাছ দিয়ে মেরামত করলেও তা টেকসই হচ্ছেনা।
মহেশপুর বাজার সংলগ্ন আয়রন ব্রিজটিরও একই অবস্থা। স্থানীয় বাসিন্দা নাসির তালুকদার জানান, ব্রিজের দু’পাশেই বাজার, প্রাথমিক বিদ্যালয়, আফসার উদ্দিন ডিগ্রি কলেজ, স্বাস্থ্য কেন্দ্র, ঐতিহ্যবাহী কুমারপাড়া, গ্রামীণ ব্যাংক, কৃষি ব্যাংক থাকায় মহেশপুর বাজার এলাকার মানুষের যোগাযোগের কেন্দ্রবিন্দু ওই আয়রন ব্রিজটি। দীর্ঘদিন থেকে জনগুরুত্বপূর্ণ ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পরে থাকলেও বিষয়টি দেখার যেন কেউ নেই।
নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন মাসুম জানান, গত অর্থবছরে বাজারের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উপজেলা পরিষদের কোটায় এক লাখ টাকা পেয়েছি। তবে তা ব্রিজ সংস্কারের জন্য পর্যাপ্ত নয়, তাই সংস্কারের কাজ না করে স্থায়ীভাবে পূর্ণনির্মাণের জন্য চেষ্টা করছি।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) যুগল কৃষ্ণ মন্ডল জানান, বাকেরগঞ্জে ৪৪টি আয়রন ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতোমধ্যে সরকার দক্ষিণাঞ্চলের আয়রণ ব্রিজ পুনঃনির্মাণ ও পুনর্বাসন প্রকল্প চালু করেছে। ফলে আমরা দ্রুত এ সমস্যার সমাধান করতে পারবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ আয়রণ ব্রিজগুলো পুনঃনির্মাণ ও পুনর্বাসন কাজের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। জরুরী ভিত্তিতে প্রকল্পের কাজ সম্পন্ন করে জনসাধারনকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।