আজ ২১ ও আগামি ২৮ জুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেলার ১০টি উপজেলায় মাত্র দুইশ’ শূণ্য পদের বিপরীতে ৬২ হাজার প্রার্থীর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের কথা রয়েছে। এরমধ্যে বরিশাল সদর উপজেলার একটি শূণ্য পদের বিপরীতে ১৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ফলে নিয়োগ পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট এক হাজার ৫৮১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূণ্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ ২১ ও আগামি ২৮ জুন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে সকল আয়োজন শেষ করা হয়েছে।
বরিশাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার জনকণ্ঠকে বলেন, সদর উপজেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২০৩টি। এরমধ্যে সহকারী শিক্ষকের পদ এক হাজার ১৯৩টি। এ উপজেলায় শিক্ষকের কোন পদ খালি নেই বললেই চলে। শুধুমাত্র নগরীর মাত্রিমন্দির সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি শূণ্য পদ রয়েছে। ওই একটি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার। এদের মধ্য থেকে শুধুমাত্র একজনকেই নিয়োগ দেয়া হবে। অন্যান্যের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, নিয়োগের বিষয়টি আমাদের হাতে নেই। জেলা অফিস থেকে নিয়োগ দিয়ে আমাদের কাছে প্রেরন করেন, আমরা শুধু যোগদানের ব্যবস্থা গ্রহণ করি। নিয়োগ প্রক্রিয়া যদি উপজেলা পর্যায়ে হয়ে থাকে তবে যে উপজেলায় যে কয়টি পদ শূণ্য রয়েছে সেই কয়জনকেই নিয়োগ দেয়া হবে। আর যদি জেলার মধ্যে হয়ে থাকে তবে এক উপজেলা থেকে একাধিক ব্যক্তির নিয়োগ পাওয়ার সুযোগ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও বরিশাল সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু জাফর জনকণ্ঠকে বলেন, বরিশাল সদরে শিক্ষক নিয়োগ নিয়ে ধোকাবাঁজি করা হচ্ছে। কেননা নগরীসহ সদরের কোন স্কুলেই শিক্ষকের পদ খালি নেই। বাহিরের জেলা থেকে শিক্ষকদের এনে শূণ্য কোটা পুরন করে রাখা হয়েছে। তিনি আরও বলেন, এক জেলা থেকে অন্য জেলায় যাতে শিক্ষকের যোগদান বা বদলি না করা হয় সে বিষয়টি নিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ আন্দোলন করেছিলো। কিন্তু আমাদের সেই দাবি মানা হয়নি। বরং ১০ ভাগের স্থলে ২০ভাগ শিক্ষক বাহিরের জেলা থেকে এনে নিয়োগ দেয়া হয়েছে। যে কারণে স্ব-স্ব জেলার নাগরিকরা শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন।
শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী আল-আমিন জুয়েল জনকণ্ঠকে বলেন, বরিশাল সদর উপজেলা থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আমরা চার বন্ধু আবেদন করেছি। কিন্তু এখন যা দেখছি এবং শুনছি তাতে পরীক্ষা কেন্দ্রে যাওয়াটাই ঠিক হবেনা। পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন এবং কেন্দ্রে আসা-যাওয়ার জন্য যে রিকসা ভাড়া দিতে হবে সেটাই লোকশান। কেননা শুনেছি সদরে শিক্ষকের একটি মাত্র পদ শূণ্য। ওই একটি পদের জন্য হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাই শেষ পর্যন্ত আমরা পরীক্ষা দিতে যাব কিনা সে বিষয়টিও ভেবে দেখতে হবে।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এআর মিজানুর রহমান জনকণ্ঠকে জানান, জেলার ১০টি উপজেলায় শিক্ষকের পদ তেমন একটা খালি নেই। সবমিলিয়ে দুইশ’র মত পদ শূণ্য রয়েছে। কিন্তু এই সংখ্যক পদের জন্য আবেদন করেছেন ৬২ হাজার পরীক্ষার্থী। আজ ২১ ও আগামি ২৮ জুন দুই ধাপে ৩২টি কেন্দ্রে আবেদন করা প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ১০ উপজেলার মধ্যে বরিশাল সদর উপজেলায় শূণ্য পদ সব থেকে কম। বাকি উপজেলায় প্রায় দুইশ’র মতো শূণ্য পদ রয়েছে। নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন মেধা অনুযায়ী শূণ্য পদে তাদের নিয়োগ দেয়া হবে। তাছাড়া নিয়োগ কার্যক্রমের মধ্যে নতুন করে কোন পদ শূণ্য হলে বা কেউ বদলি হয়ে গেলে সেই পদে নতুনদের দায়িত্ব দেয়া হবে। তবে এক উপজেলায় নিয়োগ পরীক্ষা দেয়া ব্যক্তিরা অন্য উপজেলায় যোগদান করতে পারবেন না। কেননা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্ব-স্ব উপজেলার নাগরিকদের সুযোগ করে দিতে উপজেলা পর্যায়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।