দিনাজপুরে কাহারোলে গতকাল সকাল ১০টায় উপজেলা হল রুমে পাট অধিদপ্তরের আয়োজনে ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ প্রশিক্ষণে নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বীজ বিপনন দিনাজপুর। আরো উপস্থিত ছিলেন কাহারোল কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ সাদেক, প্রশিক্ষক সমন্বয়কারী দীলিপ কুমার, মালাকার পাট উন্নয়ন কর্মকর্তা পাট অধিদপ্তর দিনাজপুর ও মোঃ শহিদুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা, কাহারোল। প্রত্যেক নির্বাচিত পাট চাষীদের ১টি করে চটের ব্যাগ প্রদান করা হয়।