রাজশাহীর গোদাগাড়ীতে গুড কজ ক্যাম্পেইন প্রকল্পের শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ঠ উন্নয়ন সহযোগীদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা হল রুমে এ্যাসেসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)”র আয়োজনে উপজেলা নির্হাহী কর্মকর্তা মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
সমন্বয় সভায় শিশুদের সুরক্ষ, শিক্ষা ও খেলাধূলার মাধ্যমে তাদের অনিরাপদ স্থানান্তর প্রতিরোধ এবং তাদের অধিকার সমুন্নত রাখা, শিশুদের ক্লাব গঠন, শিশু শ্রম বন্ধ, পড়াশোনার জন্য আনন্দঘন পরিবেশ সৃষ্ঠি এবং খেলার অধিকার প্রতিষ্ঠায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে সভা,কর্মশালা শেয়ারিং করা হয় নানান দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় এসিডির উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর-উন-নাহার রুবিনা, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।