রাজশাহীর গোদাগাড়ীতে অনলাইনে অপব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিববার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে এসেসিয়েশন ফর কম্যুটি ডেভেলপমেন্ট (এসিডি)’র আয়োজন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় অনলাইন ব্যবহারে শিশুদের সচেতন, অভিভাবকদের অধিক সচেতন করে তোলা, মোবাইল ব্যবহারে সতর্কতা অবলম্বন করা, শিশুদের সাথে পারিবারিক ভাবে সু-সম্পর্ক গড়ে তোলা, মোবাইল চ্যাটিং বিষয়ে বন্ধুদের সাথে যোগাযোগে সতর্কতা থাকা, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন যৌন নির্যাতন সম্পর্কে ধারণা প্রদানসহ নানান দিকে নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল কবীর, সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, এসিডির প্রোগ্রাম কর্মকর্তা আলী হেসেন প্রমুখ।