সরকারী কর্মকর্তাদের জনগনের প্রভু নয় সেবক ভেবে কাজ করতে হবে। তাদের সকল কাজে সচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে দেশে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবেনা। বৃহসপতিবার বিভাগীয় নগরী রংপুরের একটি হোটেলে মন্ত্রী পরিষদ বিভাগ ও ইউরোপীয় ইউনিয়ন এবং বৃটিশ কাউন্সিল এর যৌথ আয়োজনে ওয়ার্কশপ অন ইনক্লুসিভ গর্ভারমেন্ট এবং সোশাল রেসপনসিবিলিটি শীর্ষক কর্মশালায় আলোচকরা একথা বলেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব জিয়াউল আলম। আলোচনায় অংশ নেন অতিরিক্ত সচিব সুলতান আহাম্মেদ, রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মিস জেসিকা জেকশন।
আলোচকরা বলেন তৃনমুল থেকে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জনগনের প্রতি আমলাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র প্রতীষ্ঠা করা সম্ভব নয়। সংবিধানে জনগনের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথা বলা আছে। জনগণ সকল ক্ষমতার উৎস এটা আমলাদের বুঝতে হবে। তিনি বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হলে রাজা মহারাজা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাইকে জনগনের কাছে জবাবদিহি করতে হবে।