রংপুরে পাঁচ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে ৫৫ বছরের এক লম্পট। এ ঘটনায় লম্পট মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে নগরীর ৮ নং ওয়ার্ডের কার্তিক মুন্সিপাড়া গ্রামে। নির্যাতনের শিকার ওই শিশুটিকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ওই শিশুটির পরিবার সূত্রে জানাগেছে, দুপুরের দিকে তার শিশুটি বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মোজাম্মেল হক তাকে চকলেট দেয়ার কথা বলে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে মোজাম্মেলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি একেএম নাজমুল হক বলেন, এ ব্যাপারে শিশুটির মামা বাদি হয়ে মামলা করেছেন। ওই শিশুটিকে রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।