নাটোরের বড়াইগ্রামে নিজ ট্রাকের নিচে চাপা পড়ে বাবুল আহম্মেদ (৪৫) এক ট্রাক মালিক নিহত হয়েছেন। বুধবার রাত নয়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল আহম্মেদ পাবনা শহরের শালগাড়ী এলাকার ফকির মহমুদের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বুধবার রাত ৯ টার দিকে পাবনাগামী চলন্ত একটি ট্রাক (বগুড়া ট ১১-০৩৬১) চাকা খুলে উল্টে যায়। এ সময় ভেতরে থাকা ট্রাকের মালিক বাবুল আহম্মেদ বাইরে লাফ দিলে ট্রাকটি এসে তার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।