ছেলেটির দোষ শুধু এতোটুকু যে বাবা কে না বলে তার পকেট থেকে কিছু টাকা বের করেছিলো। আর এ কারণেই পিতা তার ছোট ছেলেকে ফুসলিয়ে পার্শ্ববর্তী পানি ট্যাংকির কাছে নিয়ে গিয়ে ওই শিশু ছেলের হাতে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়। সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর চামড়া গুদাম আটকে পড়া পাকিস্তানী ক্যাম্পে গত ১৮ জুন এ ঘটনা ঘটে। ওই ক্যাম্পের বাসিন্দা মাহমুদ আলী তার ৭ বছরের ছেলে বাবাকে না জানিয়ে কিছু টাকা পকেট থেকে বের করে নেয়। পরে তার বাবা মাহমুদ আলী বিষয়টি জানতে পেরে ছেলেকে শাস্তিস্বরুপ হাতে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। গতকাল ২০ জুন এ ব্যাপারে ওই মাহমুদ আলীর বাড়িতে গিয়ে কিছু জানার চেষ্টা করা হলে পরিবারের লোকজন সটকে পড়ে। পরবর্তীতে পাশের বাড়ির লোকজন এগিয়ে এসে বিষয়টি অত্যন্ত অমানবিক বলে দুঃখ প্রকাশ করেন।