সৈয়দপুরে সোশ্যাল মিডিয়ার কার্যকরী ব্যবহারে সচেতনতা সৃষ্টি করতে এক বিশেষ সাইকেল র্যালি বের করা হয়। অনলাইন ভিত্তিক সংগঠন শো দ্যা ক্রিয়েটিভি’র উদ্যোগে “কার্যকরী হোক, সোশ্যাল মিডিয়ার ব্যবহার” ম্লোগানকে সামনে রেখে ওই র্যালির আয়োজন করে সংগঠনটি। র্যালির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. গোলাম কিবরিয়া। র্যালিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার কামরুল হাসান সোহেল, মোস্তফা ফিরোজ, মাসুম আহম্মেদ রুবেল, রবিউল ইসলাম রবি, রবিউল আউয়াল রবি, অনলাইন ভিত্তিক সংগঠন শো দ্যা ক্রিয়েটিভি’র প্রতিষ্ঠাতা আর কে সোহানসহ সংগঠনটির সকল সদস্য ছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. গোলাম কিবরিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ও রবিউল ইসলাম রবি প্রমূখ। অনলাইন ভিত্তিক সংগঠন শো দ্যা ক্রিয়েটিভি’র প্রতিষ্ঠাতা আর কে সোহান জানান, তাদের সংগঠনের ব্যানারে গত বছর থেকে সোশ্যাল মিডিয়ার সচেতনতা নিয়ে কাজ করছে চলছে। সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করে যাচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে নানা রকম সচেতনতামূলক অনুষ্ঠান। আর এরই অংশ হিসেবে সোশ্যাল মিডিয়ার কার্যকরী ব্যবহার নিয়ে জনগণকে সচেতন করতে ওই বিশেষ সাইকেল র্যালির আয়োজন বলে জানান তিনি।
ছেলেটির দোষ শুধু এতোটুকু যে বাবা কে না বলে তার পকেট থেকে কিছু টাকা বের করেছিলো। আর এ কারণেই পিতা তার ছোট ছেলেকে ফুসলিয়ে পার্শ্ববর্তী পানি ট্যাংকির কাছে নিয়ে গিয়ে ওই শিশু ছেলের হাতে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়। সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর চামড়া গুদাম আটকে পড়া পাকিস্তানী ক্যাম্পে গত ১৮ জুন এ ঘটনা ঘটে। ওই ক্যাম্পের বাসিন্দা মাহমুদ আলী তার ৭ বছরের ছেলে বাবাকে না জানিয়ে কিছু টাকা পকেট থেকে বের করে নেয়। পরে তার বাবা মাহমুদ আলী বিষয়টি জানতে পেরে ছেলেকে শাস্তিস্বরুপ হাতে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। গতকাল ২০ জুন এ ব্যাপারে ওই মাহমুদ আলীর বাড়িতে গিয়ে কিছু জানার চেষ্টা করা হলে পরিবারের লোকজন সটকে পড়ে। পরবর্তীতে পাশের বাড়ির লোকজন এগিয়ে এসে বিষয়টি অত্যন্ত অমানবিক বলে দুঃখ প্রকাশ করেন।
সৈয়দপুরে বাবার পকেট থেকে টাকা নেয়ায় পুড়িয়ে দিলো ছেলের হাত