নীলফামারীর সৈয়দপুরে গত ২০ জুন থেকে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। আগামি ১০ জুলাই পর্যন্ত মোট ২১ দিন এ কার্যক্রম চলবে। উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে ৮৯ জন তথ্য সংগ্রহকারী এবং ১৯ জন সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে এ তথ্য সংগ্রহ করছেন। এজন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুন দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয় সৈয়দপুর লায়ন্স স্কুল এ- কলেজ অডিটরিয়ামে। এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তা মো. রবিউল আলম, নীলফামারী সদর নির্বাচন কর্মকর্তা ও প্রশিক্ষক মো. আফতাব উজ্জামান এবং কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন।