রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকের এ ঘটনায় নিহতের নাম তানভীর আহমেদ আনিক (৩৬)।
র্যাব-২ কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী এতথ্য নিশ্চিত করে জানান, বন্দুকযুদ্ধে আনিক নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল ও একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে হত্যাসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে।
বন্দুকযুদ্ধের সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে জানিয়েছে র্যাব।