মুলাদীতে শিশুসহ এক গৃহবধুকে জিম্মি করে মুক্তিপন দাবী করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ২টার দিকে উপজেলার পৌরসভার চরডিক্রী গ্রামের মানিক সিকদারের বাড়িতে কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের স¤্রাট আকবর সরদারের স্ত্রী সীমা বেগমকে শিশুসহ আটক করে বখাটেরা মুক্তিপন দাবী করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ চরডিক্রী গ্রামের মুজাম্মেল সিকদারের পুত্র বাবুল সিকদারকে আটক করেছে। গৃহবধু সীমা বেগম জানান চরডিক্রী এলাকার মোটরসাইকেল চালক সুমনের কাছে তিনি একটি মোটরসাইকেল ভাড়া দেন। প্রতি সপ্তাহের মঙ্গলবার বিকালে সুমন ভাড়ার টাকা গৃহবধুকে পৌছে দিতেন। গত ১৮জুন মঙ্গলবার সুমন ভাড়ার টাকা পরিশোধ না করায় গৃহবধু সীমা বেগম বুধবার বেলা ১টার দিকে সুমনের বাড়িতে যান। ওই সময় আমির হাওলাদারের পুত্র সুমন হাওলাদার ৪/৫জন বখাটে নিয়ে সুমনের বাড়ি থেকে গৃহবধুকে স্থানীয় মানিক সিকদারের বাড়িতে নিয়ে যায়। সেখানে বখাটেরা গৃহবধুর মোবাইল ফোন, গলার চেইন, হাতের আংটি, কানের দুল খুলে নিয়ে তার শিশুপুত্র সামির (৬) কে জিম্মি করে গৃহবধুর পরিবারের কাছে ২লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। গৃহবধুর পরিবার মুলাদী থানায় সংবাদ দিলে এএসআই আনিস ও ফিরোজের নেতৃত্বে একদল পুলিশ মানিক সিকদারের বাড়িতে পৌছলে বখাটেরা পালিয়ে যায়। এ সময় ওই বাড়ি থেকে শিশুসহ গৃহবধুকে উদ্ধার করে এবং বাবুল সিকদারকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গৃহবধু সীমা বেগম বাদী হয়ে বাবুল সিকদার, সুমন হাওলাদারসহ ৫জনকে আসামি করে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মামলা দায়ের করেছে। এ ব্যাপারে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান শিশুসহ গৃহবধুকে আটকে রেখে মুক্তিপন দাবীর ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।