আশাশুনিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- ২০১৯ উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আরিফ রেজা, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সালাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, শিক্ষা কর্মকর্তা মোছাঃ শামসুন্নাহার, ডাঃ মনিরুল ইসলাম। সেনেটারী ইন্সপেক্টরের সহকারী মোক্তারুজ্জামান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা ও ইপিআই টেকনেশিয়ান দিলীপ কুমার আলোচনা রাখেন। অনুষ্ঠানে আগামি ২২ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে গৃহীত কার্যক্রম উত্থাপন পূর্বক সকলের সহযোগিতা কামনা করা হয়।