আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই বিল্লাল হোসেন শেখ সিআর-৭২/১৮ এর আসামি কোদন্ডা গ্রামের মোস্তফা মোল্যার পুত্র মফিজুল ইসলামকে গ্রেফতার করেন। তিনি পৃথক অভিযানে সিআর-২২৯/১৮ আসামি কোদন্ডা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র শামিম হোসেনকে এবং এএসআই নাজিম উদ্দীন জিআর-৬৭/১৭ আসামি নাকনা গ্রামের আঃ সাত্তার বিশ^াসের পুত্র নাহিদ হোসেনকে গ্রেফতার করেন।