পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী উপলক্ষে বুধবার বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে জিনইর গ্রামে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক আনোয়ার হোসাইন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাজুল ইসলাম তাজু, কৃষি অফিসের উপ-সহকারী মিজানুর রহমান, শাহ আলম, উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা সাইফুল ইসলাম, সফল কৃষক রনি হোসেন প্রমুখ।