মৃত্যুর ১৬দিন পর আম ব্যবসায়ী মানিক মিয়ার লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে রংপুরের প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের উপস্থিতিতে এই লাশ উত্তোলন করা হয়। ৩১ মে দুপুরে মার্কেটের সামনে আম বিক্রি করার অভিযোগে হোটেল মালিক আলতাফ হোসেন আম বিক্রেতাকে বেদম মারপিট করলে ২দিন চিকিৎসাধিন থাকার পর ৩ জুন মানিক মিয়া মারা যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত রাজারাম মোহন মার্কেট। এই মাকের্টের তৃতীয় তলা চাইনিজ সিসিলি হোটেল। মার্কেটের সামনে গত ৩১ মে মানিক মিয়া নামে এক আম ব্যবসায়ী বাই সাইকেলে করে আম বিক্রি করছিল। মার্কেটের সামনে আম বিক্রির অভিযোগে সিসিল হোটেলের মালিক আলতাফ হোসেন আম বিক্রেতা মানিক মিয়াকে মারপিট করে। আশপাশের লোকজন এসে মানিক মিয়াকে উদ্ধার করে তার বাড়ি সদর উপজেলার পালিচড়ায় পাঠিয়ে দেয়। পর দিন মানিক মিয়ার রক্তবমি শুরু হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন পর চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় মানিক মিয়ার ভাই মাসুম মিয়া বাদি হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ হোটেল মালিক আলতাফ হোসেনকে গ্রেপ্তার করে।
এদিকে মামলার তদন্তকারি কর্মকর্তা রংপুর জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে লাশের ময়না তদন্তের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে পালিচড়া কবরস্থান হতে বুধবার দুপুরে মানিক মিয়ার লাশ উত্তোলন করে রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য মানিক মিয়ার লাশ উত্তোলন করা হয়েছে।