রংপুর সিটি করপোরেশন এলাকায় ৩৩টি ওর্য়াডে আগামি ২২ জুন শনিবার সোয়া লাখ শিশুকে ভিটামিন ”এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা গতকাল ১৯ জুন বুধবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আকতার হোসেন আজাদ, সচিব মোহাম্মদ রাশেদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান এবনে তাজ।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, আগামি ২২ জুন শনিবার জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাম্প্যাইন উদযাপন উপলক্ষ্যে রংপুর সিটি করপোরেশন এলাকার ৩৩টি ওর্য়াডের ২৯৫ টি কেন্দ্রের মাধ্যমে প্রথম রাউন্ডে ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ২৬ হাজার ৩২৯ জন শিশুকে ভিটামিন ”এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ৭৭ জন সুপারভাইজার এবং ৬৩৪ জন স্বেচ্ছাসেবী সকার ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আরও ৮টি ভ্রাম্যমান টিম অতিরিক্তি দায়িত্ব পালন করবেন। এ সময় ৬ মাস থেকে ১১মাস বয়সী ১৯ হাজার ২৮৩ জন শিশুকে নীল রং এর এবং ১ লাখ ৭ হাজার ৪৬ জন শিশুকে লাল রং এর ভিটামিন ”এ” ক্যাপসুল খাওয়ানো হবে। তবে ৪ মাসের মদ্যে কোন শিশুকে ভিটামিন ”এ” ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকলে সেই শিশুকে আর ভিটামিন ”এ” ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজন নেই। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে নিকটবর্তি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।