প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি নির্দেশনা দিয়েছেন দেশের কোন জলাশয় ভরাট করা যাবেনা। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে রংপুরের ঐতিহ্যবাহী মন্থনা পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেছে রংপুর ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ এর প্রতিবাদে আজ ২০ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় জি.এল.রায় রোডস্থ ফায়ার সার্ভিস অফিসের সামনে মানববন্ধন-সমাবেশ ডাক দেয়া হয়েছে। মন্থনা পুকুর রক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে পুকুর রক্ষার্থে সর্বস্তরের নাগরিকদের ওই মানববন্ধনে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মন্থনা পুকুর রক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ১৩০৫ বঙ্গাব্দে থেকে ১৩৩০ বঙ্গাব্দ পর্যন্ত আর ভবতারিণী দেবী মন্থনা জমিদারী পরিচালনা করেন বর্তমান ফায়ার সার্ভিস অফিস থেকে। তাঁর মৃত্যুর পর দত্তকপুত্র ভবেন্দ্র নারায়ণ ছিলেন এই জমিদারীর শেষ জমিদার। রংপুর শহরের মন্থনা কাচারি বাড়ি যা বর্তমানে দমকল বাহিনীর আঞ্চলিক কার্যালয় হিসাবে ব্যবহার হচ্ছে। এটি তিনি ব্যবহার করনে। এর পশ্চিম পাশেই রয়েছে বিশাল একটি পুকুর। পুকুরটি প্রজাদের সুবিধার্থে প্রায় সোয়া’শ বছর আগে খনন করা হয়। রংপুর শহরের অগ্নি নির্বাপণের একমাত্র মাধ্যম হচ্ছে এইপুকুরটি। সম্প্রতি এই পুকুরটির পশ্চিমাংশ ভরাট করে সেখানে মার্কেট নির্মাণ পরিকল্পনা করেছে ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ। পরিকল্পনার অংশ হিসেবে তারা পুকুরটির পশ্চিমাংশ ভরাট করে ফেলেছে। পুকুরে পূর্বপাশে ইট, বালু,ও পাথর এনে জমা করে রেখেছে। দুএকদিনের মধ্যে নির্মাণ কাজও শুরু হবে। বিষয়টি স্থানীয় লোকজন ও নগরবাসির নজরে এলে তারা এর প্রতিবাদে ফুসে উঠেন। তারা এই কাজের প্রতিবাদ জানান। কিন্তু ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ স্থানীয় লোকজনের প্রতিবাদকে গায়ে না মেখে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে রংপুরের ঐতিহ্য তথা পরিবেশ রক্ষার স্বার্থে এই অশুভ তৎপরতা বন্ধের লক্ষ্যে বুধবার সকাল ১১ টায় নগরীর সুমি কমিউনিটি কেয়ারে অ্যাডভোকট দীপক কুমার সাহার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে অ্যাডভোকট দীপক কুমার সাহাকে আহ্বায়ক এবং প্রবীণ সাংবাদিক আবু শাহেদ মন্টু,মুক্তিযোদ্ধা আকবর হোসেন, অধ্যক্ষ খন্দকার ফকরুল আনাম বেন্জু, অ্যাডভোকট মুনির চৌধুরী,রাজনীতিবিদ কাজী মাজিরুল ইসলাম লিটন,গৌতম রায়,আব্দুল কুদ্দুস, দেবদাস ঘোষ দেবু,পলাশ কান্তি নাগ,ব্যবসায়ী আলী হোসেন মোল্লা,তাসরিউল হাসান,আহসানুল কবীর রাসেলকে সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট মন্থনা পুকুর রক্ষা সংগ্রাম কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত জলাশয়,পুকুর সংরক্ষণের নির্দেশনা লংঘন করে মুনাফার স্বার্থে রংপুর ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ কর্তৃক ঐতিহ্যবাহী মন্থনা পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের কার্যক্রম শুরু করেছে। মন্থনা পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের অশুভ তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এদিকে রংপুর ফায়ারসার্ভিস সিভিল ডিফেন্সের উপ- পরিচালক ইউনুস আলী জানান, পুকুরে পশ্চিম পাশে মাটি ভরাট করে সেখানে ঘর নির্মাণ করা হচ্ছে। এত বড় পুকুরের প্রয়োজনীতা নেই। তাই এমনটা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কোন জলাশয় ভরাট করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন তার পরেও কেন পুকুর ভরাট করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করেননি।