রংপুরের গঙ্গাচড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকতা ও তার অফিস সহকারীর বিরুদ্ধে অনিয়ম, ঘুষ বাণিজ্যসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। দ্রুত তাদের অপসারণসহ শাস্তির দাবিতে বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ন্যাশনাল সার্ভিসের সুবিধাভোগীগণ।
সুবিধাভোগীরা জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করে। গঙ্গাচড়া উপজেলায় ২য় পর্যায়ে এ কর্মসূচি চালু হয় তিন বছর আগে। কিন্তু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবির ও অফিস সহকারী দেলওয়ার হোসেন ন্যাশনাল সার্ভিসে সুবিধাভোগী নিয়োগে ব্যাপক অনিয়ম ও ঘুষ বানিজ্য করে দালালের মাধ্যমে উপজেলার বাইরের প্রার্থীসহ বেশি বয়সের প্রার্থীদের নিয়োগ দেন।
তারা অভিযোগ করেন, শুধু নিয়োগের সময় নয়-সম্মানি প্রদান ও প্রত্যয়ণ গ্রহনের সময় তাদের সন্তুষ্ট না করতে হয়। তা নাহলে ভাতা স্থগিত বা বাতিল করা হয়েছে মর্মে নোটিশ দেওয়া হয়। দুই বছরের প্রকল্পে তিন বছর পার হলেও ২য়, ৩য় ও ৪র্থ ব্যাচের অনেকই এখনও সম্মানি পাননি। গত বছর সুবিধাভোগীদের ফাইলসহ দালালদের হাতেনাতে আটক করেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার। ওই ঘটনায় যুব উন্নয়ন কর্মকর্তা, অফিস সহকারীসহ কয়েকজন দালালের বিরুদ্ধে মামলাও হয়। তারপরও বহাল তরিয়তে স্বপদে বহাল থেকে এখন পর্যন্ত অনিয়ম করে যাচ্ছেন তারা।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সুবিধাভোগীরর বুধবার যুব উন্নয়নের কার্যালয়সহ উপজেলা চত্তর ও গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এ সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সফিয়ার রহমান স্বপন, সুবিধাভোগী খাদিমুল ইসলাম ইমন, মজিদুল ইসলাম বুলু, মনজিলা বেগম, রশিদা খাতুন, মনিরা খাতুন, খাদিজা খাতুন, মাজেদা আখতার, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক নুরন নবী রানা, যুব সংহতির উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
তবে এ ব্যাপারে যোগাযোগ করা জলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবির তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রুহুল আমিন বলেন, সমস্যা সমাধানের জন্য তিনি দ্রুত ব্যবস্থা নেবেন।