নাটোরের বড়াইগ্রামে দ্রতগামী পিক-আপের ধাক্কায় আহত অটোভ্যানের যাত্রী আলাউদ্দিন (৫০) মারা গেছেন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আলাউদ্দিন জেলার সদর উপজেলার মধ্য আওরাইল গ্রামের বাসিন্দা। গত ১০ জুন সোমবার নাটোর-ঢাকা মহাসড়কের আহম্মেদপুর ব্রিজের পশ্চিম পাশে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, সব্জি বেচতে আহম্মেদপুর বাজারে যাবার পথে ব্রিজের পাশে একটি পিক-আপ (রাজ মেট্রো ১১-০১৮৫) অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় মহাসড়কে ছিটকে পড়ে ভ্যানের চালক দেওয়ান আলী ঘটনাস্থলেই নিহত ও ভ্যানের যাত্রী একই গ্রামের আলাউদ্দিনসহ আরো দুজন গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে আলাউদ্দিন বুধবার মারা যান।