রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের চতরা হাটের বাসিন্দা অনীল চন্দ্র মহন্তের প্রয়াত স্ত্রী পুর্ণীমা রানী মহন্তের শা¥শান থেকে মস্তক চুরি হয়েছে। গত মঙ্গলবার রাতে কে বা কারা ওই মস্তক চুরি করে। মৃতার পুত্র চতরা মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক রনজিত কুমার মহন্ত জানায়, তার মা পূর্ণীমা রানী মহন্ত পক্ষাঘাতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর দু মাস পুর্বে মারা যায়। এরপর যথারীতি তার লাশ স্থানীয় শ্মশানে মঠস্থ করা হয়। গত বুধবার সকালে স্থানীয় লোকজন মঠটির মাটি কাঁটা দেখে সন্দেহ হয়। এরপর মাটি সরিয়ে তারা মস্তক বিহীন লাশ প্রত্যক্ষ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করে পুনরায় মাটি চাপা দেয়। পীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ সরেস চন্দ্র বলেন-এখন পর্যন্ত আমাকে কেউ বিষয়টি জানায়নি। তবে এ ধরনের ঘটনা কিছু ভন্ড কবিরাজের দ্বারা ঘটতে পারে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।