নওগাঁর মান্দায় পরিবেশবান্ধব চুলা ‘আখা’ ব্যবহারকারী গৃহিণী ও বায়োচার ব্যবহারকারী কৃষকদের নিয়ে ‘সবুজ কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ‘বায়োচার ব্যবহার করি, সবুজ দেশ গড়ি’ প্রতিপাদ্য এ বিষয় নিয়ে বেসরকারি সংস্থা সিসিডিবির বায়োচার প্রজেক্টের আয়োজন বুধবার বিকেলে উপজেলার হাজী গোবিন্দপুর মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রবীণ ব্যক্তি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন প্রধান অতিথি ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ইউপি সদস্য আবদুল জলিল, উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান ও মোজাফফর হোসেন, বায়োচার প্রজেক্টের মার্কেট ফ্যাসিলিটেটর দীনবন্ধু বর্মণ, কিচেন কাউন্সিলর আন্দ্রিয়াস কিসকু সজল ও কৃষ্ণা রানী, কৃষক আবদুর রাজ্জাক ও মাইনুর ইসলাম, আখা ব্যবহারকারী নারী মিনু আক্তার প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, সমাবেশে বায়োচার ব্যবহারকারী ৬০ জন কৃষক ও আখা ব্যবহারকারী ৬০ জন নারী অংশগ্রহণ করেন।