নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার (২৮) খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ও বনপাড়া পৌর ছাত্রলীগ। বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে বনপাড়া পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি কেএম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান জিন্নাহ, বর্তমান সভাপতি সাহাবুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অবিলম্বে সোহেল রানার খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান। অন্যথায় আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তারা।
প্রসঙ্গত, গত ২ জুন বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গায় ঈদগাহ মাঠ সাজানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে একই এলাকার রাজিব, সাগরসহ কয়েকজন যুবক হাতুড়ি দিয়ে পিটিয়ে সোহেল রানাকে হত্যা করে। সোহেল ওই গ্রামের খলিল প্রামাণিকের একমাত্র ছেলে। এ ঘটনায় নিহত সোহেলের পিতা বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি আটক হয়নি।