ঝিনাইদহের কালীগঞ্জে মসজিদের মুয়াজ্জিন সোহেল রানাকে গলাকেটে ও কুপিয়ে হত্যাকান্ডের মুলহোতা রাজু আহম্মেদ কে আটক করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার বাগুটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার সহ হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি ও নিহতের মোবাইল উদ্ধার করেছে। অটক রাজু পুলিশের কাছে স্বীকার করেছে তার স্ত্রীর সাথে পরকীয়ার জড়িত থাকায় সোহেলকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বাঘুটিয়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দুপুরে পুলিশ হত্যার মোটিভ উদ্ধারে কালীগঞ্জ বলরামপুর গ্রাম থেকে হত্যাকারী রাজুর স্ত্রী জুলিয়া, তার পিতা ইয়াকুব হোসেন সহ ৫ জনকে আটক করে। এ ঘটনায় নিহতের ভাই রিংকু হোসেন বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
মসজিদের মুয়াজ্জিন সোাহেলের হত্যাকারী রাজুকে বুধবার আটকের পর দুপুরে এক প্রেস ব্রিফিং করেন ঝিনাইদহ পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। তিনি জানান, কালীগঞ্জের বলরামপুর গ্রামের হাকিম আলীর মেয়ে জুলিয়া ও কোটচাঁদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের বকতিয়ার আলীর ছেলে সোহেল রানা চাপালী মাদ্রাসায় লেখাপড়া করতো। এ সময় তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্ষায়ে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেলে গত ৪ মাস আগে জুলিয়ার বাবা-মা তাকে সদর উপজেলার বাগুটিয়া গ্রামের চাঁদ আলীর ছেলে রাজু আহম্মেদ’র সাথে বিয়ে দেয়। কিন্তু বিয়ের পরও জুলিয়ার সাথে সোহেলের সম্পর্ক অটুট ছিল। তাদের দু’জনের মধ্যে মোবাইলে আলাপ ও দেখা সাক্ষাত ছাড়াও অনৈতিক সম্পর্ক চলছিল। এ বিষয়টি স্বামী রাজু আঁচ করতে পারায় গত সোমবার তার স্ত্রী জুলিয়ার মাধ্যমে মোবাইলে মুয়াজ্জিন সোহেল রানাকে বাড়ীতে আসতে বলে। প্রেমিকার ফোন পেয়ে দেখা করতে আসলে রাত ৮ টার দিকে রাজু ও তার দু’সহযোগী মিলে প্রেমিক সোহেল রানাকে ধরে পাট ক্ষেতে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। কালীগঞ্জে মসজিদের মোয়াজ্জিম সোহেল রানা হত্যা মোটিভ পুলিশ জানতে পেরেছে। সোহেল রানা হাফেজি পড়া শেষ করে কালীগঞ্জ চাপালি গ্রামে মসজিদের মোয়াজ্জিমেন চাকরি নেয়। এলাকার মানুষ সবাই তাকে ভাল জানতো। কিন্তু সে কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের ইয়াকুব হোসেনের মেয়ের জুলিয়া খাতুনের সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রেম সুবাদে তারা দু,জন বিয়ে করতে চেয়েছিল কিন্তু ইয়াকুব হোসেন ঐ ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে নারাজ ছিল। যে কারণে জুলিয়া খাতুন কে ঝিনাইদহ সদর উপজেলার বাঘুটিয়া গ্রামের গ্যারেজ মিস্ত্রি রাজু হোসেনের সাথে বিয়ে হয় প্রায় ৪ মাস আগে। বিয়ের পর ও জুলিয়া ও সোহেলের প্রেমজ সম্পর্ক বিচ্ছেদ হয়নি।
চাপালী মসজিদের ইমাম আবু হাসান বলেন, মোয়াজ্জিন হিসেবে সোহেল রানা দীর্ঘদিন চাপালী মসজিদে কর্মরত ছিলেন। মসজিদের সঙ্গে থাকা কক্ষে তিনি রাত্রিযাপন করতেন। সোমবার বিকেলে তিনি পাইকপাড়া দাওয়াত আছে বলে ছুটি চান। এরপর তিনি চলে যান দাওয়াত খেতে। কিন্তু রাতে মসজিদে আর ফিরে আসেননি। মঙ্গলবার ভোরে ফজরের আযান না দিলে নামাজ পড়ানোর সময় তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। পরে খবর আসে যে বাগুটিয়া গ্রামের মাঠে তার লাশ পাওয়া গেছে।
লাশের পরনে কোন কাপড় ছিল না। পাশে পাঞ্জাবি ও পাজামা পড়ে ছিল। পুলিশের ধারণা অন্য কোন স্থান থেকে ধরে এনে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোহেল রানা কালীগঞ্জ পাইকপাড়া গ্রামে দাওয়াত খাবার কথা বলে সে নলডাঙ্গা বাজার থেকে মিষ্টি কিনে বাগুটিয়া গ্রামে যায়। লাশের পাশে মিষ্টির প্যাকেট পোড়ে ছিল। এদিকে জুলি খাতুনের শ^শুর বাড়ির পাশে পাট ক্ষেতের জমিতে তার লাশ পাওয়া যায়। এ হত্যাকান্ডটি পরিকল্পিত ও মেয়েলি ঘটনায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রশাসন ধারনা করছে। পুলিশ রাজু ও স্ত্রী জুলিয় খাতুন,তার বাবা ইয়াকুব হোসেনসহ ৫ জন কে আটক করেছে।
মঙ্গলবার এ হত্যাকান্ডে একটি মামলা দায়েরের পরই ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও সদর থানার ওসি মিজানুর রহমান অভিযান চালিয়ে প্রেমিকা জুলিয়া খাতুনকে আটক করে। আদালতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে বুধবার সকালে রাজু আহম্মেদকে গ্রেফতার সহ হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করে। পুলিশ জানায়, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।