রংপুরে একটি ট্রাক্টর ট্রলি থেকে পনের লাখ টাকা মূল্যের দেড় মণ গাঁজা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩। আটক করা হয়েছে মাদক ব্যবসায় জড়িত ট্রলিচালক মোঃ বাবলু মিয়া।
বুধবার (১৯ জুন) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ জুন) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা ব্রিজ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক্টর ট্রলি ধাওয়া করে আটক করা হয়। এ সময় ট্রলিচালক মোঃ বাবলু মিয়াকে (৪০) জিজ্ঞাসাবাদ করলে ট্রাক্টর ট্রলির নীচে বিশেষ পদ্ধতিতে বাক্সে রক্ষিত ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় পনের লাখ টাকা।
আটক ট্রলিচালক বাবলু মিয়া ট্রাক্টরে করে দ্রব্য সামগ্রী পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দিত। সে দীর্ঘদিন ধরে ট্রাক্টর ট্রলির নিচে বিশেষ বাক্সের মাধ্যমে মাদক পরিবহন করে আসছে। তার সাথে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের ব্যাপারেও অনুসন্ধান চলছে।
গ্রেফতার বাবলু মিয়ার বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।