:প্রস্তাবিত ২০১৯-২০২০ অর্থ বাজেটে রংপুর বিভাগের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টির প্রত্যাশায় ৮ দফার দাবীতে রংপুর উন্নয়ন ফোরাম বাজেট পরবর্তী রংপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে।বুধবার সকালে আহার হোটের হল রুমে রংপুর উন্নয়ন ফোরামের আহ্বায়ক মো: সুলতান মাহমুদ টিটন লিখিত বক্তব্য রাখেন।লিখিত বক্তব্য তিনি বলেন রংপুরে পর্যাপ্ত সরকারী স্কুল প্রতিষ্ঠা করা, রংপুর থেকে ঢাকা বিরতীহীন ট্রেন চালু করা, শস্যের ভান্ডার খ্যাত রংপুরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রকৌশল,প্রযুক্তি,মেডিকেল ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা খুবই প্রয়োজন। তিনি বলেন রংপুর সিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী সময় উপযোগী নগর পরিকল্পনা প্রদান ও তা বাস্তবায়নে পর্যাপ্ত পরিমান বরাদ্দ প্রদান করা,বিদেশে শ্রম রপ্তানীতে রংপুরের বৈষম্য দূর করে সরকারী খরচে শ্রম রপ্তানীতে রংপুরকে অগ্রাধিকার দেয়া উচিৎ। তিনি প্রনোদনা সাপেক্ষে রংপুরে শিল্পায়ন নিশ্চিত করার বিষয়ে রংপুরের পুত্রবধু মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়। ওই সংবাদ সমে¥লনে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো: রাকিবুল হাসান রাকিব, বিশিষ্ট রাজনীতিবিদ মো:আতাউজ্জামান বাবু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড: তুহিন ওয়াদুদ, রংপুর উন্নয়ন ফোরামের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সদস্য জীবন ঘোষ, মো: আরিফ আলী, আসাদুজ্জামান কবির, আহসান হাবীব, আবদুর রহিম, গোলাম সারওয়ার মির্জা সহ প্রমুখ।